১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৪

পামেলার বিয়ে টিকল মাত্র ১২ দিন

বিনোদন ডেস্ক : সম্প্রতি হলিউড মুভি মোগল জন পিটার্সকে বিয়ে করেন পামেলা অ্যান্ডারসন। কিন্তু ‘বেওয়াচ’খ্যাত এই হলিউড অভিনেত্রীর সংসার টিকল মাত্র ১২ দিন। পিটার্সের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন পামেলা।

এ প্রসঙ্গে পামেলা অ্যান্ডারসন বলেন, জনের সঙ্গে আমার বিয়ের বিষয়টি নিয়ে বেশ আবেগাপ্লুত হয়েছিলাম। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আমরা সময় নিচ্ছি এবং পরস্পরের কাছ থেকে কী চাইছি তা বোঝার চেষ্টা করছি। জীবন একটি ভ্রমণ এবং ভালোবাসা একটি পদ্ধতি। তবে আমরা সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।

জানা গেছে, পামেলা ও পিটার্স পরস্পরকে অনেক বছর ধরে চেনেন। কিন্তু এক ছাদের নিচে কখনো থাকেননি। এজন্য পিটার্সকে চিনতে তার ভুল হয়েছে। এখন তিনি বিচ্ছেন চাইছেন। পামেলা এখন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার লেডিস্মিথে তার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন।

গত ২০ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের মালিবু শহরে অনেকটা গোপনেই পামেলা-পিটার্সের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রায় ৩৫ বছর পরস্পরের সঙ্গে পরিচিত তারা। দুজনেরই এটি পঞ্চম বিয়ে ছিল।

এর আগে সংগীতশিল্পী টমি লি, র‌্যাপার কিড রক এবং পোকার খেলোয়াড় সলোমনকে (দুবার) বিয়ে করেছিলেন পামেলা অ্যান্ডারসন। অন্যদিকে হেনরিয়েটা জাম্পিটেলা, অভিনেত্রী-গায়িকা লেসলি অ্যান ওয়ারেন, প্রযোজক ক্রিস্টিন ফরসিথ পিটার্স এবং প্রযোজক মিনডি পিটার্সকে বিয়ে করেন জন পিটার্স।

প্রকাশ :ফেব্রুয়ারি ২, ২০২০ ৬:৫৩ অপরাহ্ণ