১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

থেরেসা মের উপদেষ্টা ফিওনার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

চাপের মুখে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা থেরেসা মের উপদেষ্টা নিক টিমোথি ও ফিওনা হিল। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পেছনে মের এই দুই উপদেষ্টাকে দায়ী করেন দলের শীর্ষ নেতারা।

তাদের কারণে নির্বাচনে দল প্রয়োজনীয় আসন পায়নি বলে অভিযোগ কনজারভেটিভ নেতাদের। দলের এবারের নির্বাচনি ইশতেহারকে সবচেয়ে বাজে বলেও উল্লেখ করেন এক টোরি নেতা। আর এজন্য এই দুই উপদেষ্টাকেই দায়ী করছেন তারা।

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মের কনজারভেটিভ পার্টির প্রধান থাকা নিয়ে দলে দ্বন্দ্ব দেখা দেয়। সোমবার দলের বৈঠকের আগেই তাদের পদত্যাগ বা বরখাস্তের দাবি জানায় কনজারভেটিভ নেতারা। না হলে দলীয় প্রধানের পদে থাকা চ্যালেঞ্জিং হবে বলে সতর্ক করে তারা।

প্রকাশ :জুন ১১, ২০১৭ ১২:৫১ অপরাহ্ণ