ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএসসিসি) বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী গ্রেফতার নিয়ে বুধবার যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন এই মেয়রপ্রার্থী।
বৃহস্পতিবার ইশরাক হোসেনের পক্ষে খুরশীদ আলম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে আরিফুল ইসলাম নামে একজন গ্রেফতারের খবর বলা হয়। তাকে ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইশরাক হোসেনের কোনো ব্যক্তিগত সহকারী বা একান্ত সচিব নেই।
গ্রেফতার আরিফ বিএনপির একজন সমর্থক মাত্র। সে হিসাবে নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি অন্যদের মতোই নিজ উদ্যোগে অংশ নিয়েছেন।