১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২১

ভোটের আগে ভোট!

ঢাকার দুই সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি)। তবে এর আগে অনুশীলনমূলক (মক) ভোট অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই সিটির সব ভোটকেন্দ্রে এ আয়োজন করা হচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, এই অনুশীলন ভোটদানের মাধ্যমে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে পরিচয় করে দেওয়া হবে। কীভাবে ইভিএমে ভোট দেওয়া যায়, তা শিখতে পারবেন ভোটাররা।

এর আগে গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুই সিটির সব ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী করা হয়েছে। ভোটারদের ইভিএমে ভোটদানে আগ্রহী ও সচেতন করতে এ আয়োজন করে ইসি। আর আজ অনুশীলনমূলক (মক) ভোটের আয়োজন সকাল ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজার কারণে বেলা ১২টায় শুরু হচ্ছে।

দুই সিটিতে মোট ভোটকেন্দ্র ২ হাজার ৪৬৮টি। এর মধ্যে উত্তরে ১ হাজার ৩১৮টি এবং দক্ষিণে ১ হাজার ১৫০টি।

জানতে চাইলে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম  বলেন, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই সিটি করপোরেশনের সবকটি ভোটকেন্দ্রে মক ভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের সচেতন ও ইভিএমে অভ্যস্ত করতে এই আয়োজন করা হয়েছে। এটি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার মতো, যাতে ভোটের দিনে ভোটারদের কোনও ধরনের বেগ পেতে না হয়।

তবে শুরু থেকেই বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো ইভিএমে কারচুপির সুযোগ থাকার অভিযোগ করে আসছে। আর নির্বাচন কমিশন বলছে, এর মাধ্যমে ভোট কারচুপির সুযোগ নেই। জালিয়াতি ঠেকাতেই এটি ব্যবহার করা হচ্ছে।

নির্বাচন কশিনের পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সরস্বতী পূজার কারণে নতুন করে ভোটের তারিখ ১ ফেব্রুয়ারি নির্ধারণ করায় আজ মধ্যরাতে প্রচারণা শেষ হচ্ছে। এদিন থেকে ৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনি এলাকায় কোনও ব্যক্তি জনসভা বা কোনও অনুষ্ঠান আহ্বান, এসবে যোগদান কিংবা কোনও মিছিল, শোভাযাত্রা করতে পারবেন না।

ঢাকার দুই সিটিতে ভোটার সংখ্যা সাড়ে ৫৪ লাখ। এর মধ্যে উত্তর সিটিতে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ এবং দক্ষিণে ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। উত্তরে সাধারণ ওয়ার্ড আছে ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড ১৮টি এবং দক্ষিণে সাধারণ ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড ২৫টি।

প্রকাশ :জানুয়ারি ৩০, ২০২০ ১১:৫৬ পূর্বাহ্ণ