২৩শে এপ্রিল, ২০২৫ ইং | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:২৫
ব্রেকিং নিউজ

সন্তানের জন্য ভোটারদের দ্বারে দ্বারে খোকার স্ত্রী

রাজপথে নেমে সন্তানের জন্য ভোট ও খালেদা জিয়ার মুক্তি চেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরা খোকা।

মঙ্গলবার রাজধানীর মৌচাক ফরচুন শপিংমলে গণসংযোগ করার সময় তিনি বলেন, আমার ছেলে ইশরাক হোসেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দাঁড়িয়েছে। আমি চাই একটি সুষ্ঠু, অবাধ ও সুন্দর নির্বাচন হোক। এর মাধ্যমে আমার ছেলে যেন এগিয়ে যায়।

খোকার স্ত্রী বলেন, ‘আমার ছেলে যেন দেশের সেবা ও জনগণের সেবা করতে পারে যেই উদ্দেশে এসেছে ইশরাক যেন তাতে সফলতা অর্জন করতে পারে। আমার ছেলে যেন তার বাবার আদর্শে চলতে পারে এটাই প্রত্যাশা করি।’

প্রচারণার সময় মৌচাক এলাকায় বিভিন্ন মার্কেটে লিফলেট দিয়ে ভোটারদের কাছে সন্তানের জন্য ভোট ও খালেদা জিয়ার জন্য দোয়া চান খোকার স্ত্রী।

শ্লোগান তুলে ইসমত আরা বলেন, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘ধানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক’, ‘মাগো তোমায় একটি ভোটে খালেদা জিয়া মুক্তি পাবে’।

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০২০ ২:৩৫ অপরাহ্ণ