পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে চট্টগ্রামের পতেঙ্গায় ধর্ষণ থেকে রক্ষা পেয়েছেন এক তরুণী।
এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবারে ওই তিন যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- রনি দত্ত (২৩), মো. জোবায়ের (২৮) এবং নেয়ামত (৩৮)।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে পতেঙ্গার কাঠগড় থেকে ৯৯৯-এ এই ফোন করে সাহায্য চান ওই তরুণী।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, রোববার রাত ২টা ৫৬ মিনিটে পতেঙ্গার কাঠগড় এলাকা থেকে এক তরুণী ভীত, সন্ত্রস্ত অবস্থায় ৯৯৯-এ ফোন করে জরুরি পুলিশি সহায়তা চান।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পতেঙ্গা থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেয় ৯৯৯ টিম। তরুণীর সঙ্গে কথা বলে পতেঙ্গা থানার এসআই সুমন ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে ঘটনার সত্যতা পেয়ে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।
ঘটনার শিকার তরুণী জানান, চাকরির সন্ধানে তিনি চট্টগ্রাম এসেছিলেন । পরে ইয়াসমিন আক্তার নামে একজনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে চাকরি দেওয়ার কথা বলে কাঠগড়ে তার বাসায় নিয়ে যায়। সেখানে তাকে আটকে রাখা হয়েছিল পতিতাবৃত্তি করানোর জন্য।
এস আই সুমন আরো জানান, ৯৯৯-এর মাধ্যমে কল পেয়ে কাঠগড়ের এক বাড়িতে অভিযান চালিয়ে ১৭ বছর বয়সি ওই তরুণীকে উদ্ধার করা হয়। এসময় তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

