আগামী বুধ ও বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দুই দিন বৃষ্টি হলে স্বাভাবিকভাবে আবারো শীতের প্রকোপ বাড়বে বলে অনেকেই শঙ্কা করছেন।
আগামী শনিবার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীতে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সাধারণ ভোটারদের চিন্তা বাড়ছে।
তবে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার ঢাকায় সকালে এবং বিকেলে ঠাণ্ডা পড়তে পারে। দিনের বেলায় স্বাভাবিক তাপমাত্রা অনুভূত হবে। তবে ওই দিন ঠাণ্ডা বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ওই দিন আবহাওয়া ভালো থাকবে। তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সকালে ও বিকেলে ঠাণ্ডা বেশি অনুভূত হবে।