যশোরের চৌগাছা উপজেলার সলুয়া পূর্বপাড়া গ্রামে প্রতিবেশী কয়েকজন নারী-পুরুষ মিলে এক গৃহবধূকে (২৮) মারধর এবং তার চুল কেটে দিয়েছে।
রোববার সকালে এভাবে নির্যাতন করার পর তাকে উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই গৃহবধূর স্বামী রফিকুল ইসলামের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। রাতে মামলা দায়েরর পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সলুয়া পূর্বপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম (৪৫), ইমরান হোসেন (২৩), মোহাম্মদ আলীর স্ত্রী আজুফা বেগম (৪০), হাসানের স্ত্রী শিউলী বেগম (২৬), সালামের স্ত্রী রেহেনা (৪০), সিরাজুলের স্ত্রী বিউটি বেগম (৪২) ও জামাল হোসেনের স্ত্রী শাপলা বেগম (৩৫)।
মামলায় ওই গ্রামে সিরাজুল ইসলামের ছেলে মিরাজ (২৭) ও মোহাম্মদ আলীর আরেক ছেলে জামাল হোসেনকে আসামি করা হয়েছে।
চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, ‘‘আমি নকশীকাঁথা, বিছানা চাদরসহ বিভিন্ন প্রকার হাতের কাজ করি। এতে আমার ভালো আয় হয়। এ কারণে প্রতিবেশীদের ধারণা- আমার চরিত্র ভালো না। তাই তারা আমাকে বেদম মারধর করেছেন এবং মাথার চুল কেটে দিয়েছেন।’’
চৌগাছা থানার ওসি (তদন্ত) এস এম এনামুল হক বলেন, মামলার এজাহারভুক্ত সাত আসামিকে সোমবার আদালতে পাঠানো হবে।