১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৯

একে একে ৫ সন্তান বেচে দিলেন মা নিজেই

পৃথিবীতে পরম আপন বলতে প্রথমেই যার মুখ ভাসে তিনি হচ্ছেন মা। সন্তানের প্রতি মায়ের অকৃত্রিম প্রেম প্রশ্নের অতীত।

শুধু মানুষই পশুদের বেলায়ও একইরকম দেখা যায়। বাঘ নিজের সন্তানদের খেয়ে ফেলতে চাইলে পরম যত্নে সন্তানদের আগলে রাখে বাঘিনি। নিজের সমস্ত রক্ত বিলিয়ে দিয়ে সন্তানদের বড় করে মরে যায় মা মাকড়শা।

কিন্তু এই মা-ই সন্তানকে বিক্রি করে দিয়েছেন এমন কথা অবিশ্বাসই বটে।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়িতে এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জিনিউজ।

একজন নয়; নিজের পাঁচ সন্তানকে বিক্রি করে দিয়েছেন সেই মা।

সন্তান বিক্রির অভিযোগে সেই মাকে শনিবার রাতে আটক করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়িতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জিনিউজ।

জিনিউজ জানায়, মাত্র ৪০ হাজার রুপির বিনিময়ে নিজের তিন মাসের ছেলেকে বিক্রি করে দেন জলপাইগুড়ির মহামায়াপাড়ার বাসিন্দা বাবলি দাস।

এর আগে আরও বাবলি তার চার সন্তানকে বিক্রি করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

অনেকের ধারণা ছিল, এবারও সন্তানকে বিক্রি করে দিতে পারেন বাবলি। তাই মা হওয়ার পর থেকে বাবলির ওপর নজর রাখা শুরু করেন এলাকাবাসী। কিন্তু এলাকাবাসীর চোখকে ফাঁকি দিয়ে শিলিগুড়ির শ্বশুরবাড়িতে গা ঢাকা দেন তিনি।

শ্বশুরবাড়িতে থেকেই সন্তান বিক্রির জন্য ক্রেতার খোঁজ করেন। একজনের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত করেন।

স্থানীয়রা জানায়, ভোলা সিং নামে ওই এলাকার একা বাসিন্দার মাধ্যমে ইসলামপুরে নিজের তিন মাসের ছেলেকে বিক্রি করেন বাবলি।

এ ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সঙ্গে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ। তবে অন্যতম অভিযুক্ত ভোলা সিংকে এখনো গ্রেফতার করা যায়নি।

পুলিশের ধারণা, শিশু পাচারে বড় কোনো চক্র বাবলিদের মতো নারীর সঙ্গে যোগাযোগ রাখছে।

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০২০ ৫:২১ অপরাহ্ণ