১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৯

হাসপাতালে ৩০ লাখ টাকা দিলেই পরীক্ষার অনুমতি

কোটার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় ইস্টার্ন, সাউথ ইস্ট ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ১০ লাখ করে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।

জরিমানার টাকা বারডেম, কিডনি হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনে দিতে হবে।

এই টাকা পরিশোধের রশিদ আদালতে দাখিল করলেই ভর্তিকৃত অতিরিক্ত শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষায় সুযোগ পাবেন।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এর আগে, তিন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন।

আদালত বলেছেন, বারডেম, কিডনি হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনে জরিমানার টাকা জমা দিয়ে সেই রশিদ আপিল বিভাগে দাখিল করতে হবে। এরপর আদালত অতিরিক্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার অনুমতি দেবেন। তবে ওই টাকা শিক্ষার্থীদের থেকে নেয়া যাবে না।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

প্রকাশ :জানুয়ারি ২৬, ২০২০ ১২:৩৬ অপরাহ্ণ