১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত

সব সরকারি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আগামী শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর হবে।

বৃহস্পতিবার ইউজিসিতে সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ সভাপতিত্ব করেন।

সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, সব বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভূক্ত করে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকলে তাদেরকে বাদ দিয়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই ধারায় বিশ্ববিদ্যালয়গুলোকে এনে ভর্তি পরীক্ষা। এরপর শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দ অনুযায়ী ভর্তি করা হবে।  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে একটি গুচ্ছে আবার কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে আরেকটি গুচ্ছ করে একসঙ্গে পরীক্ষা নেওয়া হবে। একইভাবে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরেকটি গুচ্ছ করে পরীক্ষা নেওয়া হবে। এখন মেডিক‌্যালগুলোতে একটি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০২০ ৬:৪৩ অপরাহ্ণ