বিদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মুসলিম নিষেধাজ্ঞার পরিধি ও মেয়াদ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। দুই বছর আগে লিবিয়া, ইরান, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার নতুন কয়েকটি দেশ তালিকায় যুক্ত হতে পারে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
৬ মুসলিম দেশ ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। উত্তর কোরিয়ার নাগরিক আর ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারাও রয়েছেন নিষেধাজ্ঞার আওতায়। সুইজারল্যান্ডের দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘নতুন আরও কিছু দেশের নাম তালিকায় যুক্ত হবে।’ তিনি বলেন, ‘আপনারা দেখতেই পাচ্ছেন পৃথিবীতে কী চলছে। নিজেদের দেশকে আমাদের নিরাপদ রাখতে হবে।’
নতুন করে কোন কোন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, সে সম্পর্কে কিছু জানাননি ট্রাম্প। তবে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, বেলারুস, মিয়ানমার, এরিত্রিয়া, কিরগিজস্তান, নাইজেরিয়া, সুদান ও তানজানিয়াকে এই তালিকায় যুক্ত করা হতে পারে।