১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

বাসের রেষারেষিতে পথচারী নিহত

মেডিক্যাল প্রতিবেদক : রাজধানীর বনানীতে বাসের রেষারেষিতে মো. নুরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় বনানীর চেয়ারম্যানবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিরপুরের সবুরতলা এলাকার বাসিন্দা। তার বাবা মৃত হোসেন শেখ।

নিহত ব্যক্তির বোন জামাই আব্দুস সালাম বলেন, আমরা চিকিৎসার জন্য ঢাকা এসেছিলাম। চিকিৎসা শেষ করে বাড়ি ফেরার জন্য বনানীর চেয়ারম্যানবাড়ী বাসের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ দুই বাসের রেষারেষিতে নুরুল ইসলাম চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১১টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

প্রকাশ :জানুয়ারি ২২, ২০২০ ৬:০২ অপরাহ্ণ