১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৩

৩৫০০ কোটি টাকা পাচার : পিকে হালদারসহ ১৯ জনের সম্পদ জব্দের নির্দেশ

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৯ জনের সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট আটকানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন শাহরিয়ার কবির।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড আর্থিক খাতের কোম্পানি হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত।

কোম্পানিটির স্বাধীন পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ইব্রাহিম খালেদকে নিয়োগ দিতে আদেশ দিয়েছেন আদালত।

ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযানের সময় পিকে হালদারের নাম আলোচনায় আসে। গেল বছরের ৩ অক্টোবর তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ নভেম্বর হাজির হতে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে তিনি দেশ থেকে পালিয়ে যান। বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে।

 

প্রকাশ :জানুয়ারি ২১, ২০২০ ৭:২৩ অপরাহ্ণ