১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

রাজধানীতে বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর আদাবর রিং রোডস্থ জাপান গার্ডেন সিটির সামনে থেকে শুরু হয়ে বাদশা ফয়সাল ইন্সটিটিউটের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে অংশগ্রহণ করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিক্ষোভ মিছিলে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

প্রকাশ :জানুয়ারি ২১, ২০২০ ৫:৩২ অপরাহ্ণ