১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৯

২৭ বছর পলাতক থাকা আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে পলাতক থাকার ২৭ বছর পর ওয়াদুদ (৫২) নামে সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলাশ।

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ‌্যায় সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওয়াদুদ মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামের শাজাহানের ছেলে।

১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে মির্জাপুর থানা পুলিশ ওয়াদুদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর ওয়াদুদ জামিনে ছাড়া পায়। পরে অস্ত্র আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। কারাদণ্ড হবার পর থেকে ওয়াদুদ পলাতক ছিলেন।

পরে রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান সাভার এলাকায় অভিযান চালিয়ে ওয়াদুদকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান রাইজিংবিডিকে জানান, ২৭ বছর পর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি ওয়াদুদকে গ্রেপ্তার করা হয়েছে।  দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রকাশ :জানুয়ারি ২০, ২০২০ ৬:০১ অপরাহ্ণ