সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম দিপু। তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব করায় গাজীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে।
সোমবার দুপরে গাজীপুর মহানগর ছাত্রলীগের ব্যানারে জেলা শহরে প্রতিবাদ মিছিল হয়। শহরের রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি শেখ মোস্তাক আহমেদ কাজল, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর, মিজানুর রহমান স্বাধীন, শাহরিয়ার হোসেন রনি, আব্দুল্লাহ আল রাফি, আরিফ ইবনে শামস্ প্রমুখ অংশ নেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

