১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০১

স্ত্রী-শাশুড়িসহ চারজনকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় চা বাগানে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-শাশুড়ি এবং দুই প্রতিবেশীকে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নির্মল নামের এক ব্যক্তি। পুলিশ পাঁচজনের লাশ উদ্ধার করেছে।

রবিবার ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লারতল চা বাগানে এই ঘটনা ঘটে।

বড়লেখা থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন পাঁচজন নিহতের খবর নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমেদ ও বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক ঘটনাস্থলে গেছেন।

হত্যার শিকার চারজন হলেন নির্মলের স্ত্রী জলি, শাশুড়ি লক্ষ্মী, প্রতিবেশী বসন্ত ও বসন্তের মেয়ে শিউলি। তারা সবাই চা শ্রমিক বলে জানা গেছে।

জানা যায়, ভোর ৫টার দিকে নির্মল ও ডলির মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ডলিকে মারধর করতে থাকলে ডলি দৌড়ে অন্য ঘরে বাবা-মায়ের কাছে চলে যান। তখন নির্মল ধারালো অস্ত্র দিয়ে ডলিকে কোপাতে থাকেন। মেয়েকে রক্ষা করতে শাশুড়ি ছুটে এলে তাকেও কোপায় নির্মল। এরপর বসন্ত ও শিউলি সেখানে এলে দুজনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন নির্মল। পরে চারজনের মৃত্যু হলে নির্মল নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করেন।

প্রকাশ :জানুয়ারি ১৯, ২০২০ ১২:২৫ অপরাহ্ণ