১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

ইজতেমায় দ্বিতীয় পর্বে ৭ মুসল্লির মৃত্যু

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আসা আরো চার মুসল্লি মারা গেছেন। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মোট ৭ মুসল্লির মৃত্যু হয়েছে।

এরা হলেন- রংপুরের পীরগঞ্জ থানার ওসমানপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবির (৬০), ঝিনাইদহ সদরের কালাহাট গোপালপুর এলাকার লুৎফর রহমানের ছেলে আ ফ ম জহুরুল আলম (৬৫), ঢাকার তুরাগ থানাধীন নলভোগ এলাকার ফজলুর রহমানে ছেলে ইলিয়াস মিয়া (৮৫) এবং গাইবান্ধার সাঘাটা থানার কামালেরপাড়া এলাকার ভিলু হাজীর ছেলে আব্দুর সোবাহান (৬৫) ।

শুক্রবার দিবাগত রাতে ও শনিবার ভোরে এই চার মুসল্লি মারা যান। বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

আব্দুস সোবাহান শনিবার ভোর সাড়ে ৬টায়, ইলিয়াস মিয়া শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়, হুমায়ুন কবীর শুক্রবার দিবাগত রাত দেড়টায় ও  আ ফ ম জহুরুল হক রাত দুইটায় মারা যান।

এর আগে বৃহস্পতিবার সুনামগঞ্জের গোয়ারাবাজার থানার চাঁনপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে কাজী আলাউদ্দীন (৬২) মারা যান।

এ ছাড়া বুধবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মারা যান মুসল্লি সুরুজ মিয়া (৬০) । একই রাতে টঙ্গী জংশনে ট্রেনের ধাক্কায় মারা যান গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকার মুসল্লি গোলজার।

শুক্রবার বাদ ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে মাওলানা সা’দ অনুসারি  মুসল্লিরা অংশ নিচ্ছেন। কাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০২০ ৩:০২ অপরাহ্ণ