১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

ভোটারদের কেন্দ্রে যেতে সহযোগিতা করবে বিএনপি: তাবিথ

সিটি নির্বাচনের বিএনপির নেতাকর্মীরা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

শনিবার সকালে খিলগাঁও তালতলা এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, ‘গণতন্ত্র হরণ করা হয়েছে। এখন জনগণ ভোট দিতে পারে না। এবার বিএনপির নেতাকর্মীরা ভোটারদের সাহস দেবে ভোট কেন্দ্রে যেতে। ভোটাররা যাতে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে সে সহযোগিতা করবে।’

বিএনপি মনোনীর মেয়রপ্রার্থী বলেন, নির্বাচন কমিশনারের ওপর আস্থা নেই। তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। তারপরেও আমরা দেখতে চাই নির্বাচন কমিশন কি করে। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন, নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসা, মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, কাউন্সিলর প্রার্থী লেলাল কবির হেলু, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী নিলুফার ইয়াসমীন নিলু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা দুই সিটিতে নির্বাচন হবে। এতে মেয়র পদে ঢাকা উত্তরে ছয়জন এবং দক্ষিণে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে দুই সিটিতেই আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে আতিকুল ইসলামকে। আর উত্তরে বিএনপি প্রার্থী করেছে তাবিথ আউয়ালকে।

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০২০ ১২:৩৭ অপরাহ্ণ