বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হাজেরা আক্তার।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১ ডিসেম্বর সিরাজ উদ্দিন তার নতুন প্রজন্মের সাপ্তাহিক রাজপথ বিচিত্রায় একটি লেখা প্রকাশ করেন। যার শিরোনাম ছিল, প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা নামধারী কলগার্ল একা। প্রতারণার বিজ্ঞাপনে পতিতার সর্দারনী রিনা খান, প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা সুজাতা, প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা নামধারী কলগার্ল জি কে শামীমের রক্ষিতা রত্না, চিত্রনায়িকা অঞ্জনা ও নতুন দুই মাসির সঙ্গে ছিনতাইকারী মেহেদী হাসান নয়ন।
প্রতিবেদন প্রকাশের পর বাদী আসামির সঙ্গে যোগাযোগ করলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আসামিকে টাকা না দিলে আরও গোপন তথ্য আছে, যা ধারাবাহিক প্রকাশ করার হুমকি দেন। এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় বাদীর মানহানি ও ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগে বলা হয়। মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন বাদী অঞ্জনা।