২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪০
Mandatory Credit: Photo by ERIK S LESSER/EPA-EFE/Shutterstock (10527381a) US President Donald J. Trump (R) participates in a signing ceremony of a China trade agreement with Chinese Vice Premier Liu He (L) in the East Room of the White House in Washington, DC, USA, 15 January 2020. The pact should ease trade tensions between the two superpowers. US President Donald J. Trump signs a trade agreement with Chinese Vice Premier Liu He at the White House, Washington, USA - 15 Jan 2020

বাণিজ্য যুদ্ধ: অবশেষে যুক্তরাষ্ট্র-চীনের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব অর্থনীতিকে বিপদের দিকে ঠেলে দেয়া চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ অবসানের লক্ষ্যে একটু সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বেইজিং-ওয়াশিংটন। এই চুক্তির ফলে বাণিজ্য যুদ্ধের অবসান হবে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশা চীন-যুক্তরাষ্ট্রের। বুধবার ওয়াশিংটনে চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশ।

চুক্তি সইয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে। অপরদিকে চীনা নেতারা একে ‘উইন-উইন’ চুক্তি অবহিত করে এটি দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন। খবর বিবিসির।

নতুন চুক্তি অনুযায়ী, ৩৬০ বিলিয়ন ডলার পর্যন্ত চীনা পণ্য আমদানিতে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আর চীন ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত মার্কিন পণ্য আমদানিতে শুল্ক কাঠামো পুনঃবিন্যাস করবে।

চুক্তিতে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি ২০১৭-র স্তরের উপরে ২০০ বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি করার এবং মেধাস্বত্ব আইন জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।  এর বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর নতুন করে আরোপিত কিছু শুল্ক অর্ধেক করতে সম্মত হয়েছে।

তবে এই চুক্তির ফলে দুই দেশের বাণিজ্য বিরোধের তেমন একটা সমাধান হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, দুই দেশের বাণিজ্য বিরোধ পুরোপুরি দূর করতে দীর্ঘ আলোচনা দরকার।

বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দুই দেশের মধ্যে ২০১৮ সালে বাণিজ্য যুদ্ধ শুরু হয়। একে অপরের পণ্যে বাড়তি শুল্কারোপের মাধ্যমে এই যুদ্ধের সূচনা করে। পরে কয়েক দফায় তা বৃদ্ধি করে দুই দেশ। দুই দেশের এই যুদ্ধের প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতেও।

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০২০ ১:০৩ অপরাহ্ণ