১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

শ্রাবন্তীর জন্য ক্ষতি ১৫ লাখ

বিনোদন ডেস্ক : ১০ জানুয়ারি ‘বিক্ষোভ’ ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল কলকাতার নায়িকা শ্রাবন্তীর। শিডিউল অনুযায়ী প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এফডিসিতে সেটও নির্মাণ করে। ফ্লোর ভাড়াসহ ১০০ জনের ইউনিট ছিল প্রস্তুত। কিন্তু হঠাৎ শ্রাবন্তী জানান, তিনি আসতে পারছেন না নির্ধারিত দিনে। ব্যস্ততার কারণে যেতে পারেননি ভিসা অফিসেও। আজ (মঙ্গলবার) ভিসা করাবেন তিনি। ভিসা হলে তারপর আসবেন ঢাকায়। কিন্তু তাঁর এই পাঁচ দিনের শিডিউল জটিলতায় প্রযোজক ১৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছেন। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘শুনেছি শ্রাবন্তীর মামাশ্বশুর মারা গেছেন। সেটা নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। ফলে ভিসা অফিসে যেতে পারেননি। আমি তাঁর প্রতি অভিযোগ জানাচ্ছি না। শুধু মাঝখান থেকে আমার ১৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।’
প্রকাশ :জানুয়ারি ১৪, ২০২০ ৪:০৫ অপরাহ্ণ