১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

রাঙামাটিতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটিতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ডাকে হরতাল চলছে। রবিবার ভোর ৬টা থেকে হরতালের সমর্থনে মাঠ নামে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও শ্রমিক ঐক পরিষদের নেতাকর্মীরা। রাঙামাটির লংগদু উপজেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের হত্যাকারীদের বিচারের দাবিতে ও বাঙালীদের গণ গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। শহরের শান্তি নগর এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করে হরতালকারীরা। খবর পেয়ে পুলিশ রাস্তায় জ্বালানো টায়ার সরিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়। তাছাড়া হরতালকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছ ফেলে সড়কে ব্যারিকেট দেয়।

হরতালের কারণে রাঙামাটি-চট্টগ্রাম- বান্দরবান-খাগড়াছড়ি সড়কে অভ্যন্তরীণ ও দূরপাল্লায় কোন যানবাহন চলাচল করতে পারেনি। ছেড়ে যায়নি নৌপথে কোন লঞ্চও। দোকানপাট, স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তবে হরতাল চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। শহরের বনরূপা, পৌরসভা, তবলছড়ি, রিজার্ভ বাজার, কলেজ গেইট ও মানিকছড়ি এলাকায় হরতালকারীদের পিকেটিং করতে দেখা গেছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১১, ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ণ