ব্যুরো প্রধান : ময়মনসিংহের গৌরীপুরে মধ্যবাজার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় কোচিংয়ে যাওয়ার পথে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিথি পাল (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয় তার বান্ধবী রূপা চক্রবর্তী। দুজনই গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তিথি পাল উপজেলার মধ্যবাজার চাল মহালের রঞ্জন পাল মনার মেয়ে। আহত রূপা কালিখলা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের কর্তা উত্তম চক্রবর্তীর মেয়ে। তার বাড়ি নেত্রকোণার সুসংদুর্গাপুরে।
দুর্গাপুর থেকে কিশোরগঞ্জগামী বালুবোঝাই ট্রাকের চালক হুমায়ুন মিয়া শহরের হারুন পার্ক এলাকায় এসে চলন্ত গাড়িতে ঘুমিয়ে যান। এ সময় ট্রাকটি রাস্তার এদিক-সেদিক ছুটছিল। একপর্যায়ে রাস্তার পাশে নেমে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী চালক হুমায়ুন মিয়া ও ট্রাকের হেলপার রবিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

