তাল ফিলিপিন্সের দ্বিতীয় সক্রিয় আগ্নেয়গিরি।একটি লেকের মাঝখানে দ্বীপের মতো জায়গায় অবস্থিত আগ্নেয়গিরিটি বিশ্বের সবচেয়ে ছোট আগ্নেয়গিরি এবং গত সাড়ে চারশ বছরে এটি ৩৪ বার অগ্ন্যুৎপাত করেছে। রাজধানী ম্যানিলা থেকে আগ্নেয়গিরিটি ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বিশাল আকারে ছাই উদগীরণের কারণে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পর এই লাভা উদগীরণ শুরু হয়।
এই ঘটনায় ম্যানিলা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীতে বাণিজ্যিক কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।
ফিলিপাইনের ইন্সটিটিউট অব ভলকানোলজি এন্ড সিসমোলজি (ফিভোলক্স) এক বিবৃতিতে বলেছে, তাল আগ্নেয়গিরির মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। যা চৌম্বকীয় উদগীরণ ঘটাতে পারে রাত ২ টা ৪৯ থেকে ভোর ৪ টা ২৮ মিনিটের মধ্যে। এটি মূলত দুর্বল লাভা যার সঙ্গে বজ্রপাতও হতে পারে।
এরপর নিকটবর্তী এলাকায় সব ক্লাস ও সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। নিকটবর্তী গ্রাম থেকে ৬ হাজার ৩৪৬ জন গ্রামবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্ন্যুৎপাতের এলাকা থেকে ১ কিলোমিটার অঞ্চল পর্যন্ত ছাই ছড়িয়ে পড়েছে।
দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আশেপাশের অনেক এলাকার বাসিন্দাদের ছাই পড়ার কারণে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রো ম্যানিলা এলাকার এক বাসিন্দা জানান, দোকানগুলোতে মাস্কের মজুদ শেষ হয়ে গেছে।