১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

তাপমাত্রা কমলেও শীতের তীব্রতা থাকবে কম

রাজধানীতে তাপমাত্রা কমলেও শীতের তীব্রতা কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। দুই দিনের মধ্যে তাপমাত্রার বিশাল পার্থক্য।

রোববার বাতাসের কারণে হাড় কাঁপুনে শীত ছিল। কিন্তু সোমবার তাপমাত্রা কমে গেলেও ঢাকার আকাশে দেখা দিয়েছে সোনালি সূর্য।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলেন, আজ ঢাকায় রোদ আছে। এজন্য শীত একটু কম অনুভূত হবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এদিকে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় ও তেতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর বিভাগের সব জেলাসহ, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

সাধারণত তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

আবহাওয়া বিভাগ আরো জানিয়েছে, শীতের তীব্রতা আগামী দুই-তিন দিন একই রকম থাকতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ১৫ জানুয়ারি থেকে।

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০২০ ১২:২৬ অপরাহ্ণ