১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫১

রাজবাড়ীতে বাসের ধাক্কায় মাহেন্দ্রর ৫ যাত্রী নিহত

রাজবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহেন্দ্রর পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অরো বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ছোট সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শোর-বেনাপোল থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজসংলগ্ন এলাকায় মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও বেশ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। নিহত পাঁচজনের মধ্যে দুজন নারী ও তিনজন পুুরুষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

আহলাদীপুর হাইওয়ে পুলিশের ওসি মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।

প্রকাশ :জানুয়ারি ১২, ২০২০ ৫:৪২ অপরাহ্ণ