২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫৯

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে নতুন বেষ্টনী বসাচ্ছে ভারত

বিদেশ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে সীমান্তে ভারত পুরনো কাঁটাতারের বদলে নতুন বেষ্টনী বসাচ্ছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়েছে, এবার যে বেষ্টনী বসানো হচ্ছে তা কাটা যাবে না। পাকিস্তানের সঙ্গে সীমান্তেও এই নতুন বেষ্টনী বসানো হবে।

বিএসএফ সূত্র মতে, সীমান্তে এরই মধ্যে ৭.১৮ কিলোমিটার জুড়ে ১৪ কোটি ৩০ লাখ ৪৪ হাজার রুপি ব্যয় করে এই নতুন বেষ্টনী স্থাপন করা হয়েছে। গড়ে প্রতি কিলোমিটার স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি রুপি।

কেন্দ্রীয় সরকার পুরনো কাঁটাতারের বদলে নতুন বেষ্টনী স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে, যা আগের চেয়ে অনেক বেশি কার্যকর হবে বলে জানিয়েছে বিএসএফ সূত্র।

খবরে বলা হয়েছে, এখন শুধু সহজে কাটা যাবে না এমন বেষ্টনী স্থাপন করা হবে। এরই মধ্যে আসামের শিলচর সেক্টরের লাঠিটিলা এলাকায় পাইলট প্রকল্প হিসেবে তা বাস্তবায়ন করা হয়েছে। আরও কয়েকটি স্থানে নির্মাণাধীন রয়েছে।

বিএসএফ সূত্র জানায়, সীমান্ত বেষ্টনী অনেক স্থানেই অকার্যকর হয়ে পড়েছে। এর ফলে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করতে পারছে। যেসব স্থানে বেষ্টনী দুর্বল সেখানে অতিরিক্ত বিএসএস সদস্য মোতায়েন করা হয়েছে।

গত বছর কেন্দ্র সরকার পাকিস্তান (১০ কিলোমিটার) ও বাংলাদেশ (৬১ কিলোমিটার) সীমান্তে ৭১ কিলোমিটার অত্যাধুনিক সীমান্ত ব্যবস্থাপনা স্থাপনের উদ্যোগ নেয়। যা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ওই প্রকল্পের দ্বিতীয় ধাপে ১ হাজার ৫৫ কিলোমিটারে এই ব্যবস্থা স্থাপন করা হবে।

প্রকাশ :জানুয়ারি ১২, ২০২০ ৩:২১ অপরাহ্ণ