১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

দেশ-জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়েছে।

রোববার বেলা ১১টা ৪৬ মিনিটে আখেরি মোনাজাত শেষ হয়। এসময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিল পুরা তুরাগ তীর।

এর আগে ১১টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি।

এবারের মোনাজাত পরিচালনা করেছেন বাংলাদেশে তাবলীগের প্রধান মারকাজ কাকরাইলের মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।

আজ বাদ ফজর বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে শেষ দিন আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করেছেন মাওলানা আব্দুর রহমান।

মোনাজাতে বাংলাদেশসহ সারা দুনিয়ার মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এর মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের তিন দিনের বিশ্ব ইজতেমা শেষ হল।

এদিন আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকেই লাখো মুসল্লি হেঁটে, ট্রেনে, ট্রাক-বাস-পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকা ও এর আশপাশের অঞ্চল থেকে ইজতেমা ময়দানে সমবেত হন।

ইজতেমাস্থলে মুসল্লিরা ইসলামের আমল, আকিদা ও দাওয়াত বিষয়ে দেশি-বিদেশি মুসল্লিদের বয়ান শুনেন।

ঘন কুয়াশা, কনকনে শীতের মধ্যেই তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ তাহলিল, জিকির-আজগারের মধ্য দিয়ে সোমবার বিশ্ব ইজতেমার মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকাশ :জানুয়ারি ১২, ২০২০ ১২:২২ অপরাহ্ণ