১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

জনসমক্ষে ধর্ষকের ফাঁসি চান শিক্ষার্থীরা

জনসমক্ষে ধর্ষকের ফাঁসি দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আঁখি খানম বলেন, আমরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বাংলাদেশে যে আইন রয়েছে তা সংস্কারের প্রয়োজন বলে মনে করি। আইন সংস্কার করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক, যেন ভবিষ্যতে কেউ ধর্ষণ করার আগে নিজের জীবনের যে অপূরণীয় ক্ষতি হবে তা নিয়ে ভাবে।

স্বাস্থ্য অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রভা বলেন, আমরা র‌্যাবকে ধন্যবাদ জানাই। তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

প্রকাশ :জানুয়ারি ৯, ২০২০ ১২:০৮ অপরাহ্ণ