বুধবার সকালে পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকার এক মাঠ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
জিহাদ একই উপজেলার ফিসকারঘাট গ্রামের মজনু মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনসুর রহমান জানান, প্রায় দেড় বছর ধরে জিহাদ চাঁনপাড়া বাজারে আবুল কালাম আজাদের হোটেলে কাজ করতেন।
তিনদিন আগে তিনি হোটেলের মালিকের কাছে ছুটি নিয়ে নিজ বাড়ি যান। মঙ্গলবার সন্ধ্যায় হোটেলে আসার কথা বলে জিহাদ বাড়ি থেকে বের হলেও হোটেলে আসেননি।
বুধবার সকালে কাজ করতে আসা কৃষকরা চাঁনপাড়া এলাকার এক মাঠের আলু ক্ষেতে জিহাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
পূর্ব শত্রুতার জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

