১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

ইরানে বিধ্বস্ত বিমানের ১৭০ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিধ্বস্ত হওয়া ইউক্রেনের যাত্রীবাহী বিমানে থাকা ১৭০ আরোহীর সবাই নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এই তথ্য জানিয়েছে।

ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনী বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ।

ইরানের সিভিল অ্যাভিয়েশনের মুখপাত্র রেজা জাফরজাদেহ জানিয়েছেন, তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্ঘটনাস্থলে তদন্তের কাজ শুরু করেছে একটি দল।

বিমান বিধ্বস্তের পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ১৮০ আরোহীর কথা উল্লেখ করা হয়েছিল। পরে তা সংশোধন করে ১৭০ করা হয়।

জানা গেছে, তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। এর সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কোনো সম্পর্ক রয়েছে কি না তা স্পষ্ট নয়।

প্রকাশ :জানুয়ারি ৮, ২০২০ ১২:০১ অপরাহ্ণ