২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

গফরগাঁওয়ে মসজিদে কথাকাটাকাটি কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও ভাংচুর, আহত-১

গফরগাঁও  প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে মসজিদের ভিতরে কথা কাটাকাটির জের ধরে বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামে।
জানা যায়, মসজিদের বৈদ্যুতিক পাখা বন্ধ করার পর পূনরায় চালু করা নিয়ে বৃদ্ধ মুসলী­ আলাউদ্দিনের সাথে প্রতিবেশী যুবক জহিরুলের কথা কাটাকাটি হয়। পরে গভীর রাতে জহিরুল দলবল নিয়ে বৃদ্ধ আলাউদ্দিনের বাড়ি-ঘরে হামলা চালিয়ে বসত বাড়ির দরজা-জানালা কুপিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে। এ সময় বাধা দেয়ায় আলাউদ্দিনের ছেলে রিয়াদকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় গতকাল শনিবার বৃদ্ধ আলাউদ্দিন বাদী হয়ে ৪ জনকে আসামী করে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি এ.কে এম মাহবুব আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ১০, ২০১৭ ৯:০৫ অপরাহ্ণ