১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

পরোয়ানা না থাকলে গ্রেফতার নয়, ডিএমপিকে ইসির নির্দেশনা

ইসি সচিব বলেন, ‘কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ (মঙ্গলবার) আমি ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যারা নির্বাচনের প্রার্থী বা সমর্থক, তাদের বিষয়ে আগে থেকে কোনও আদালতের গ্রেফতারি পরোয়ানা না থাকলে তাদের গ্রেফতার করা যাবে না। তবে নতুন কোনও ক্রিমিনাল অফেন্স করে থাকলে বা কোর্টের আদেশ থাকলে সেক্ষেত্রে রাষ্ট্রে বা জনগণের জান বা সম্পদ রক্ষার জন্য তারা ব্যবস্থা নেবেন।’

তিনি জানান, ‘আগামী ২২ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং করবো। তখন তাদের আরও নির্দেশনা দেওয়া হবে।’

এর আগে সোমবার বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আগে সিটি এলাকায় কোনও অপ্রয়োজনীয় গ্রেফতার হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হবে। তবে এর অর্থ এই নয়, কেউ ক্রিমিনাল অফেন্স করলো বা আদালত কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো তাকে নির্বাচনি দোহাই দিয়ে গ্রেফতার করা যাবে না।’

প্রকাশ :জানুয়ারি ৭, ২০২০ ৬:১৫ অপরাহ্ণ