১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৬

কর্ণফুলীতে জাহাজে আগুন

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের এক জাহাজে সংস্কার কাজ করার সময় আগুন লেগেছে।

সোমবার সকাল ১০টার দিকে এই জাহাজে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

চট্টগ্রামের আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে এক জাহাজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রকাশ :জানুয়ারি ৬, ২০২০ ২:৪১ অপরাহ্ণ