ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
এক দশকে জাকার্তায় এটি সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের ঘটনা।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবো জানান, নিহতদের মধ্যে আছেন বন্যায় ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তিরা। এছাড়া আছেন তিন বয়স্ক ব্যক্তি।
তিনি আরো বলেন, তিন লাখ ৯৭ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।