১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪

পুলিশ পরিচয়ে ৫৩ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ পরিচয়ে ফাঁকা গুলি ছুঁড়ে কাপড় ব্যবসায়ীদের ৫৩ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুবৃর্ত্তরা। শনিবার দুপুরে  ১টার দিকে পূর্বাচলের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড (৩শ ফিট) সড়কের ১ নং সেক্টর সংলগ্ন নীলা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ৪টি মোটর সাইকেল দিয়ে ৮ জন ছিনতাইকারী একটি মাইক্রোবাসের গতিরোধ করে ব্যবসায়ীদের টাকা লুটে নিয়েছে। ব্যবসায়ী স্বপন সরকার জানিয়েছেন, তিনি ও  তার পার্টনার জুয়েল, ম্যানেজার  রাসেল ও রাকিব মিলে একটি সিলভার রংয়ের হায়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৪২৪৮) যোগে নরসিংদীর শেখেরচর হাটে কাপড় কেনার উদ্দেশ্যে ৫৩ লাখ টাকা নিয়ে রওয়ানা করেন। গাড়িটি পূর্বাচলের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড (৩‘শ ফিট) সড়কের ১ নং সেক্টর সংলগ্ন নীলা মার্কেট এলাকায় স্পীড ব্রেকারের সামনে আসামাত্র পিছন দিকে থেকে আসা ৪টি মোটর সাইকেল যোগে ৮ জন ছিনতাইকারী এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আমাদের গাড়িটি থামাতে বাধ্য করে। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুটি আলাদা ব্যাগে থাকা ৫৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাধা দেবার চেষ্টা করলে পিস্তলের বাট দিয়ে আঘাত করে জুয়েলকে আহত করে তারা।

রূপগঞ্জ থানার এস আই (সেকেন্ড অফিসার) শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানায়, ‘ছিনতাইকারীরা ঢাকার দিক থেকে এসেছে। সম্ভবত আগেই তাদের কাছে তথ্য ছিল। এ ঘটনায় সন্দেহজনকভাবে গাড়ির চালক শরিফ মিয়াকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১০, ২০১৭ ৫:৫৯ অপরাহ্ণ