২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২২

ময়মনসিংহ বোর্ডে জেএসসিতে পাসের হার ৮৭.২১ শতাংশ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথমবারের মত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৮৭.২১ শতাংশ। আর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০৩ জন শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার  ফলাফল প্রকাশ করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম।

তিনি জানান, এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এক হাজার ৪৮৪ বিদ্যালয়ের এক লাখ ৬১ হাজার ৩৫৯ পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪০ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী।

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৯ ৪:৫৪ অপরাহ্ণ