১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

অস্থিরতায় কেটেছে উচ্চ শিক্ষাঙ্গন

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে প্রায় তিন মাস ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করেন বুয়েট শিক্ষার্থীরা।

‘যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত।’ জাতির উন্নয়নে বাংলাদেশও ব্যতিক্রম নয়। শিক্ষার নানাবিধ কর্মকাণ্ড নিয়ে বছরজুড়েই সব শ্রেণির মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা, বিচার-বিশ্লেষণ ছিল তুঙ্গে। সেই ঘটনাবহুল বিষয়গুলো নিয়ে এবারের আয়োজন।

শিক্ষাঙ্গনে অস্থিরতা

একটি জাতির বাতিঘর হলো শিক্ষাঙ্গন। আর এই শিক্ষাঙ্গনেই বছরজুড়ে ছিল ভয়াবহ অস্থিরতা।

বুয়েট আতঙ্ক

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অস্থিরতা বছরের অন্যতম আলোচিত বিষয় ছিল। শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। শিক্ষার্থীরা এ ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বুয়েট ও আবরার। শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে নিষিদ্ধ হয় ছাত্র-শিক্ষক রাজনীতি। বহিষ্কার করা হয় আবরার হত্যায় জড়িত ২৬ শিক্ষার্থীকে। র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে শাস্তি পান ৩০ জন। ভবিষ্যতে যাতে বুয়েটের কেউ কোনো রাজনীতিতে জড়াতে না পারেন সে ব্যাপারে বিধিমালা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সব দাবি আদায় শেষে দীর্ঘ ২ মাস ১২ দিন বন্ধ থাকার পর ২৮ ডিসেম্বর টার্ম ফাইনালে বসার সিদ্ধান্ত নেন বুয়েটের শিক্ষার্থীরা।

ভিসি বিতর্ক, পদত্যাগ ও নিয়োগ

উপাচার্যদের নিয়ে আলোচনা ও আন্দোলনে ঘটনাবহুল একটি বছর পার করল বাংলাদেশ। একদিকে দুর্নীতির অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। অন্যদিকে আরেক গ্রুপ ভিসির পক্ষে আন্দোলনে নামে। উভয় পক্ষ জড়ায় সংঘর্ষে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে ১১ সেপ্টেম্বর গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ডেইলি সানের ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়াকে এক সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, নারী কেলেঙ্কারি, কথায় কথায় বহিষ্কারসহ নানা অভিযোগ এনে পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলন ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। টানা আন্দোলনের মুখে পদ ছাড়তে বাধ্য হন উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন।

এছাড়া উপাচার্যের পদত্যাগসহ ৯ দফা দাবিতে ২৯ অক্টোবর আন্দোলনে নামেন আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে পদত্যাগ করেন আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী শরিফুল আলম।

তবে নানা ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে স্থায়ী নিয়োগ পেয়েছেন ড. মো. আখতারুজ্জামান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. শিরীন আখতার। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে ২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ডাকসু নির্বাচন

এ বছরের অন্যতম আলোচনার বিষয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন। ২৮ বছর পর এই নির্বাচন ঘিরে ছিল নানা আলোচনা। বছরের শেষ দিকেও এ আলোচনা অব্যাহত রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট গ্রহণ শেষে ভিপি নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক নুর। কিন্তু নির্বাচনের পর থেকে বছরের শেষ পর্যন্ত বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন তিনি। বছরের শেষে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। তার ওপর হামলার ঘটনায় সারা দেশের শিক্ষাঙ্গনেও বিস্তার করেছে অস্থিরতা।

সান্ধ্যকালীন কোর্স বন্ধের নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান সান্ধ্যকালীন কোর্সের বিষয়ে রাষ্ট্রপতি কঠোর সমালোচনা করে তা বাতিলের অনুরোধ করার দুদিন পর এই কোর্স বাতিলে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়ে অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন কোর্স বন্ধ করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এই দুটি প্রতিষ্ঠান দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হলেও বাকিগুলো এখনো ‘সিদ্ধান্তহীনতায়’ ভুগছে বলে মনে করছেন অনেকে।

অধ্যক্ষকে পানিতে নিক্ষেপ

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পানিতে ফেলে লাঞ্ছিত করা হয়। পরে তাকে লাঞ্ছিত করার মামলায় প্রধান আসামি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা কামাল হোসেন সৌরভসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অকৃতকার্য শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ না দেওয়ায় এ ঘটনা ঘটায় তারা।

বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর রেসিডেন্সিয়াল কলেজ ক্যাম্পাসে কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিষ্ঠানটির নবম শ্রেণির দিবা শাখার শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত মারা যায়। শিক্ষার্থীরা এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আন্দোলনে নামে। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তদন্ত ও বিচারের আশ্বাস দিলে শান্ত হয় শিক্ষার্থীরা।

৩৫ চাই আন্দোলনকারীদের আমরণ অনশন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ চার দাবিতে টানা ১০ দিন গণঅনশন শেষে আমরণ অনশনে ছিলেন আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছরে উন্নীতকরণ, অমানবিক আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া এবং ৩ থেকে ৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করাÑ এসব দাবি নিয়ে আন্দোলন করছেন তারা।

এমপিওভুক্তি ও বিতর্ক

দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষা শেষে সারা দেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার। তবে এখানে বিতর্কের জন্ম দিয়েছে। কারণ বিতর্কিত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে বলে সমালোচনায় পড়ে সরকার। সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬৪২টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল।

শিক্ষা প্রশাসনে বড় রদবদল

শিক্ষা প্রশাসনে বড় রদবদল হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) একাধিক কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। একই সঙ্গে ঢাকার বাইরে বিভিন্ন কলেজের শিক্ষকদের পদায়ন করে এসব প্রতিষ্ঠানে সংযুক্ত করা হয়েছে।

মাধ্যমিকে বিভাগ উঠে যাবে

২০২৩ সাল থেকে নবম-দশম শ্রেণির সব শিক্ষার্থী একই কারিকুলামের একই পাঠ্যবই পড়ার সুযোগ পাবে। ফলে একজন শিক্ষার্থী মাধ্যমিক স্তরে সব বিষয়ে জ্ঞানলাভ করার সুবিধার্থে বিভাগ তুলে দিয়ে চালু করা হবে গুচ্ছপদ্ধতি। এর ফলে ওই স্তরে বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য নামে কোনো বিষয় থাকবে না। সবাইকে সব বিষয় পড়তে হবে। তবে একাদশ-দ্বাদশে এই বিভাজন থাকবে।

প্রাথমিকে নানাবিধ পরিবর্তন

শিক্ষা খাতে ঘটনাবহুল অধ্যায়ে প্রাথমিক শিক্ষা নিয়েও ছিল আলোচনা।

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না থাকা শিশুদের পরীক্ষা ও বইয়ের ভার থেকে মুক্ত করার নির্দেশনা হিসেবে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা না রাখা নিয়ে সরকারপ্রধানের মন্তব্য ছিল আলোচনার অন্যতম বিষয়।

শিক্ষক অসন্তোষ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীতকরণ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এ বছর আরো বেড়েছে। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার দাবিতে বছরের শুরু থেকে নানা কর্মসূচি দিয়ে আসছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সর্বশেষ ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হলে পুলিশ তাদের তাড়িয়ে দেওয়ার পর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বর্জন করেন শিক্ষকরা।

১০৩১ শিক্ষকের চাকরি জাতীয়করণ

দেশের ২৯২টি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ৩১ জন শিক্ষকের চাকরি জাতীয়করণ করেছে সরকার।

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার মানোন্নয়নে ৬৪ জেলায় রদবদল

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৬৪ জেলার কর্মকর্তাদের রদবদল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সভাপতির যোগ্যতা নির্ধারণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক।

প্রকাশ :ডিসেম্বর ৩১, ২০১৯ ১২:১৬ অপরাহ্ণ