রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। এসময় আরো তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার হওয়া তিনটি ককটেল নিষ্ক্রিয় করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ নয়া দিগন্তকে বলেন, ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে বিদ্রোহী গ্রুপ এরকম ঘটনা ঘটাতে পারে। তবে এটা সাধারন ককটেল ছিল। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার চলছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। ঢাকা মহানগর উত্তরের কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে গুলশানে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে। অপরদিকে একই সময় ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহানকে প্রধান সমন্বয়কারী করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে প্রধান সমন্বয়কারী করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর বাছাই কমিটি গঠন করা হয়।
ঢাকা সিটি উত্তর’র বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা এম এ কাইয়ুম, বজলুল বাসিদ আঞ্জু, আহসান উল্লাহ আহসান।
অপরদিকে ঢাকা সিটি দক্ষিণ’র বাছাই কমিটির অন্য সদস্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, বিএনপি নেতা আবুল বাসার ও নবী উল্লাহ নবী।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহিলা কাউন্সিলর (সংরক্ষিত আসন) প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়। তিনি বলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের বাছাইয়ের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে প্রধান সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেবা খান, এ্যাডভোকেট নিপুন রায় ও মহানগর উত্তর-দক্ষিণ মহিলা দলের সভানেত্রী।