২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩১

রাখাইনে গণহত্যা হয়নি: মিয়ানমারে জাপানি দূত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইনে কোনো গণহত্যা সংঘটিত হয়নি বলে মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইচিরো মারুয়ামা। মিয়ানমারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার জন্য গাম্বিয়ার আবেদন আন্তর্জাতিক বিচার আদালত খারিজ করে দেবে বলেও তার সরকার আশা করে বলে জানান ইচিরো।

থাইল্যান্ড ভিত্তিক সংবাদমাধ্যম মিয়ানমারের ইরাবতী-এর অনলাইনের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার শুনানির পর প্রথমবারের মতো মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে জাপান। অন্যদিকে কানাডা ও নেদারল্যান্ডস স্পষ্টভাবেই ঘোষণা করেছে যে তারা গাম্বিয়ার পক্ষে রয়েছে। কারণ হিসেবে তারা জানায়, বিচারহীনতার সংস্কৃতি প্রতিরোধ করতে ও আন্তর্জাতিক দায়বদ্ধতার স্বার্থে তারা গাম্বিয়ার পক্ষ নিয়েছে। কিন্তু তার মধ্যেই জাপান মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে।

গত বৃহস্পতিবার মিয়ানমারে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেছেন, ‘তার সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মিয়ানমারের রাখাইনে কোনো গণহত্যা হয়নি। আমি মনে করি না মিয়ানমারের সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে বা তাদের এরকম কোনো উদ্দেশ্য ছিল। রাখাইনের সব মুসলিমদের হত্যা করতে তাদের কোনো ইচ্ছা রয়েছে বলেও আমি মনে করি না।’
তবে তিনি মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেননি।

রাষ্ট্রদূত বলেন, ‘যদি রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো ঘটনা ঘটে, তাহলে মিয়ানমারের অভ্যন্তরীণ আইনে তা বিচার হবে। আমরা মিয়ানমার সরকার এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান করছি।’

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৯ ৬:২৯ অপরাহ্ণ