বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ইশরাক হোসেন বলেন, ‘আমি ঢাকা দক্ষিণের মেয়র পদে মনোনয়ন নিয়েছি। এখানে আমার মেয়র হওয়াটা মুখ্য নয়। নির্বাচনে অংশগ্রহণ করছি বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে। আজকে জনগণের ভোটের অধিকার নেই। দেশে বর্তমানে ভোটের সরকার নেই।’ তিনি আরও বলেন, ‘জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, খালেদা জিয়াকে কারামুক্ত করা এবং দেশে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য জনগণের কাছে পৌঁছাতে চাই।’
নির্বাচন সুষ্ঠু না হওয়ার শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে দাবি থাকবে, তাদের সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার, সেই পবিত্র দায়িত্বটা যেন পালন করে। নির্বাচনের দিন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তরুণ ও যুব শ্রেণির ১৮ থেকে ৪০ বছর বয়সীরা তাকে ভোট দিয়ে জয়ী করবে বলে আশা প্রকাশ করেন ইশরাক।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তাবিথ আউয়াল বলেন, ‘আমি জয়ের ব্যাপারে আশাবাদী, তারপর জনগণের কল্যাণে কাজ করবো। সাধারণ জনগণের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়।’