রোববার রাত ১০টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফারুক হোসাইনের বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থ অন্যরা হলেন, চেয়ারম্যানের দুই মেয়ে তামান্না (১৮) ও তায়েমা (১০); স্ত্রী রুমা ফেরদাউস (৩৭); বড় ভাই আলমগীর হোসেন (৫৫) এবং দুই বোন রেহানা (৩৩) ও রেবেকা সুলতানা (৪৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে সবার গোঙানির শব্দে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেদওয়ান রাইসুল ইসলাম বলেন, খাদ্যে চেতনানাশক দ্রব্য মেশানোয় সবাই অচেতন হয়ে পড়ে। তবে এখন সবাই শঙ্কামুক্ত।
ধারণা করা হচ্ছে, ঘরের মালামাল লুট করার জন্য দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। তবে সুযোগ না পাওয়ায় তারা লুট করতে পারেনি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।