২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩৯

ঢাকার দুই সিটি নির্বাচন ৩০ জানুয়ারি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির দেওয়া তফসিল অনুযায়ী ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে ৩০ জানুয়ারি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি।

সিইসি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির যুগ্ন-সচিব আব্দুল বাতেন এবং উত্তরে ইসির যুগ্ন-সচিব আবুল কাশেম দায়িত্ব পালন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার জনান, ঢাকার এই দুই সিটির ভোট সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে হবে।

প্রকাশ :ডিসেম্বর ২২, ২০১৯ ৬:৩৭ অপরাহ্ণ