২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩৬

দেশ ছাড়লেন মিশা সওদাগর

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ইতোমধ্যে তিনি আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অতুলনীয় উচ্চতায়। কয়েক বছর ধরে এ অভিনেতার সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে। বর্তমানেও তার হাতে রয়েছেন একাধিক সিনেমার কাজ।

পারিবারিক কাজের জন্য গতকাল আমেরিকার উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মিশা সওদাগর  বলেন, ‌এক মাস আমেরিকা থাকবো। দেশে ফিরেই চলচ্চিত্রের কাজে নিয়মিত হবো।’

মিশা সওদাগর পর পর দুইবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। এখন তিনি এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

১৯৮৬ সালে, বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তখন তার বয়স ছিল ২০ বছর। তার তিন বছরের মাথায় পরিচালক ছটকু আহম্মেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। তবে এ চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা।

প্রকাশ :ডিসেম্বর ১৯, ২০১৯ ১:২৮ অপরাহ্ণ