পরিবেশ দূষণমুক্ত রাখতে একেবারে প্রয়োজন না পড়লে বিমানে চড়েন না গ্রেটা। যার কারণে সম্প্রতি অনুষ্ঠিত পরিবেশ সম্মেলনে অংশ নিয়ে স্পেনের মাদ্রিদ থেকে সুইডেনে তার নিজের বাড়ি ফিরেছেন জার্মানির ভিড়ওয়ালা একটি ট্রেনে করে।
মাদ্রিদ থেকে সুইডেনে বাড়ি ফেরার জন্য পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ বেছে নিয়েছিলেন জার্মান রেল ডয়চে বানের একটি ট্রেন। কিন্তু শনিবারের ভিড়ের কারণে তার কপালে জুটল না একটি সিটও। বাধ্য হয়ে দুই কামরার মাঝে বসতে হয় তাকে।
সেই ছবি দিয়ে টুইট করেন গ্রেটা। তারপরই তা ভাইরাল হয়ে যায়। এসময় গ্রেটাকে পেয়ে ট্রেনের বিভিন্ন সমস্যা এবং বিশ্বের পরিবেশ নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন যাত্রীরা।
গ্রেটার টুইট নিয়ে আলোচনা শুরু হলে পরে ডয়চে বান আরেকটি টুইট করে জানায় যে, গোটা যাত্রার সময়টা মেঝেতে বসে কাটাননি গ্রেটা। বরং, ডয়চে বানের কর্মীদের তৎপরতায় ট্রেনের ফার্স্ট ক্লাসে নিয়ে যাওয়া হয় তাকে। এছাড়াও, সেই ট্রেনটি যে পুরোপুরি পরিবেশবান্ধব বিদ্যুৎ দ্বারা চালিত ছিল, সেই কথাও ছিল ডয়চে বানের টুইটে।
পরে গ্রেটা পাল্টা টুইটে জানান যে, ট্রেনে মাত্রাতিরিক্ত ভিড় আসলে পরিবেশের জন্য একটি ইতিবাচক লক্ষণ। এতে প্রমাণিত হয় যে মানুষ পরিবেশবান্ধব যাত্রাকেই বেছে নিচ্ছেন, তা যতই কষ্টের হোক না কেন।