১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৭

রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন যাত্রী।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কালুখালীর কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ার্দার।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৯ ৬:০৪ অপরাহ্ণ