১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

বাবা হলেন বাপ্পা মজুমদার

বিনোদন ডেস্ক : বাবা হলেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তানিয়া হোসাইন। মা-মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বাপ্পা মজুমদার।

এদিকে নতুন অতিথি আসার আগেই কন্যার নাম ঠিক করে রেখেছিলেন এই তারকা দম্পতি। নতুন অতিথির নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। বাপ্পা মজুমদার বলেন, ‘আপনাদের সবার আশীর্বাদে আমরা মা-বাবা হয়েছি। মা ও কন্যা দুজনেই ভালো আছে।’

গত বছরের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। জুন মাসে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের এটি দ্বিতীয় বিয়ে। চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে ২০১০ সালের ৩০ মার্চ বিয়ে করেন। এক বছরের মাথায় তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অন্যদিকে, বাপ্পা মজুমদার এবং অভিনয় ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। নিজেদের মধ্যে মতের অমিল হওয়ায় নয় বছর পর সংসারজীবনের ইতি টানেন তারা।

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৯ ৪:৫৫ অপরাহ্ণ