১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

ফার্মগেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

মাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে কারওয়ান বাজার থেকে খামারবাড়ি যাচ্ছিলেন কৃষি কর্মকর্তা শামীম আহমেদ। ফার্মগেট মোড়ে পৌঁছালে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা সখিনা বেগমের।

রবিবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশিদ তালুকদার।

ওসি জানান, ছেলে শামীম তার মাকে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। কদমতলি থেকে এয়ারপোর্ট রুটে চলাচলকারী বঙ্গবন্ধু পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব ১৫-৪৪১৭) পেছন থেকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে সখিনা বেগম সড়কে পড়ে গেলে বাসটি তাকে চাপা দেয়। এ ঘটনায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলে শামীম সুস্থ রয়েছেন।

ওসি শামীমুর রশিদ বলেন, ‘ঘটনার পরপর বাসচালক শাহ আলম ও বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি ‘

শামীম আহমেদ সহকারী উপ-কৃষি কর্মকর্তা। তিনি খামারবাড়িতে চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বসুন্ধরা সিটির পেছনে তাদের বাসা।

প্রকাশ :ডিসেম্বর ১৫, ২০১৯ ৭:১৯ অপরাহ্ণ